প্রকাশিত সময় : আগস্ট, ১৮, ২০২০, ০৭:১৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 754 জনসর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট ২০২০ ঢাকা কমার্স কলেজে কোরআনখানি ও দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এ বছর ঢাকা কমার্স কলেজ প্রাঙ্গণে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে আধুনিক স্থাপত্যকলাসমৃদ্ধ ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’। বঙ্গবন্ধুর সৌকর্যমÐিত সুউচ্চ প্রতিকৃতিতে প্রথমবারের মত পুস্পস্তবক অর্পণ করা হয় কলেজ গভর্নিং বডি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংস্কৃতিক কমিটির পক্ষ থেকে।
পরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক অনলাইন আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ। সভায় মুখ্য আলোচক ছিলেন বাংলা বিভাগের চেয়ারম্যান ও সাংস্কৃতিক কমিটির আহŸায়ক প্রফেসর মো. সাইদুর রহমান মিঞা। আলোচক ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শামসাদ শাহ্জাহন, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ জাকারিয়া ফয়সাল ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নাজমুল হক। স্বাগত ভাষণ দেন এবং অনলাইন সভা পরিচালনা করেন সাংস্কৃতিক কমিটির যুগ্মআহŸায়ক এস এম আলী আজম।
এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ষষ্ঠ বৃক্ষরোপণ কর্মসূচি, অনলাইন চিত্রাঙ্কন ও সাধারণজ্ঞাণ প্রতিযোগিতা এবং সুবিধাবঞ্চিতদের খাবার বিতরণ কর্মসূচি পালন করে।
Facebook Comments