প্রকাশিত সময় : নভেম্বর, ১৫, ২০২১, ০৭:৪১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 851 জনগীতি গমন চন্দ্র রায় গীতি(ঠাকুরগাঁও) থেকে: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১নং ভোমরাদ ইউনিয়ন পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরলীর পিছনে নির্বাচনী পোষ্টার লাগিয়েছে নির্বাচনী নীতি মালা,আইন অমান্য করে বঙ্গবন্ধু মুড়লি অবমাননা কারী ভোমরাদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃজয়নুল আবেদীন (লাবু) টিউবওয়েল প্রতীক,৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃমাহফুজা বেগম বক প্রতীক,ও মোছাঃসেলিনা পারভীন কলম প্রতীক।উক্ত ইউনিয়নের এ প্রার্থীরা যত্রতত্র দোকানে,মন্দিরের ওয়ালে,ঈদগায়ের পিছনের ওয়ালে পোষ্টার লাগিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে দেদারসে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।বিষয়টি দেখার যেন কেউ নেই।এ বিষয়ে ঐ এলাকার স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিদের সাথে কথা হলে সাংবাদিক কে জানায়,যে সদস্য পদপ্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করছেন।এবং তাদের প্রার্থীতা বাতিলের দাবি জানান। এবিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসার মোঃতকদীর আলীকে মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিক জানান তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পেলে যথাযথ আইনি ব্যাবস্থা নেওয়া হবে।
Facebook Comments