প্রকাশিত সময় : মার্চ, ২৩, ২০২৪, ০৬:০২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 606 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধিঃ
মধুপুর টাঙ্গাইল টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন বোয়ালী মৌজায় ৩৮ শতাংশ জমি দীর্ঘ ৩০ বছর আইনি লড়াই করে ফেরত পেলেন প্রকৃত মালিকগন।
সাব-কবলা দলিল মুলে মালিকগন হলেন- এস,এ খতিয়ান- ৮১ দাগ নং–২৯৮, মোট জমি ১ একর ৩৮ শতাংশ। এই ভুমির অর্ধেক মালিক মরহুম মোন্তাজ আলী সরকার। মরহুম মোন্তাজ আলী সরকার সাহেবের এস,এ খতিয়ান নং-৮১ দাগ নং-২৯৮ মোট জমির পরিমান ৬৯ শতাংশ।
এ ভুমি থেকে মরহুম মোন্তাজ আলী সরকারের ৫ কন্যা পেয়েছেন বি,আর,এস খতিয়ান-১০০৯, দাগ নং-৭৫৪,জমি-৩৮ শতাংশ। মরহুম মোন্তাজ আলী সরকারের ২পুত্র পেয়েছেন বি,আর,এস খতিয়ান-১১৫, দাগ নং-৭৫৪ জমির পরিমান ৩১- শতাংশ। এই জমিতে আর অন্য কারো অংশ নেই বলে জানান জমির প্রকৃত মালিকগন।
Facebook Comments