প্রকাশিত সময় : মে, ২২, ২০২০, ০৩:৫৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 706 জনসুনামগঞ্জ (প্রতিনিধি)২২/০৫/২০২০ ইংরেজী গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ‘বড়দল(উঃ)ইউনিয়ন এর গণমানুষের অবিভাবক আগামির কর্ণধার তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ এর সম্মানিত সদস্য ও বড়দল(উঃ)ইউনিয়ন যুবলীগের বিপ্লবী সভাপতি মাসুক বলেন এক মাস সিয়াম সাধনার পর আমরা পেয়েছি পবিত্র ঈদূল ফিতর’ পবিত্র ঈদুল ফিতর জন জীবনে নিয়ে আসুক শান্তির বার্তা ‘ বড়দল(উঃ)ইউনিয়ন এর গণমানুষের অবিভাবক আগামির কর্ণধার তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ এর সম্মানিত সদস্য ও বড়দল(উঃ)ইউনিয়ন যুবলীগের বিপ্লবী সভাপতি মাসুক মিয়া বলেন,নোবেল করোনা ভাইরাসের আতংকে আতংকিত আজ সারা বিশ্ববাসী’তাই জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের হবেন না,ঘরেই থাকুন’সরকারের নির্দেশনা মেনে চলুল’আসুন আমরা সকল ভেদাভেদ ভূলে গিয়ে আমরা প্রত্যেকে মানবসেবায় এবং দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে’
বিশ্বের বুকে বাংলাদেশেকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে’ মানবতার মা বিশ্বনেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের বিকল্প নেই! আসুন আমরা সবাই মিলে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো বেগবান, আরো শক্তিশালী করি; আমাদের শ্লোগান এইটাই ‘
শেখ হাসিনার জন্য_ বাংলাদেশ ধন্য। পরিশেষে সবাইকে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এবং
সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ধর্য্যের সাথে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান বড়দল(উঃ)ইউনিয়ন এর গণমানুষের অবিভাবক আগামির কর্ণধার তাহিরপুর উপজেলা আওয়ামিলীগ এর সম্মানিত সদস্য ও বড়দল(উঃ)ইউনিয়ন যুবলীগের বিপ্লবী সভাপতি মাসুক মিয়া
Facebook Comments