প্রত্যয় বিশ্বাস: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ১৬ অক্টোবর ২০২০ রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ ও রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার যৌথ উদ্যোগে ঢাকা কমার্স কলেজের সম্মুখে সুবিধাবঞ্চিত পথশিশু ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়। খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এস এম আলী আজম। ‘সবার জন্য খাদ্য’- এ প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত খাবার বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রাক্তন সভাপতি ও রোটার্যাক্ট জেলা সংগঠন ৩২৮১ এর অতিরিক্ত প্রধান জেলা প্রশিক্ষক মো. নাহিদ মুন্সি, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার সদ্য প্রাক্তন সভাপতি ও রোটার্যাক্ট জোন ৯বি এর জোনাল রিপ্রেজেন্টেটিভ আসিফ ইমরান তাজ, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ফোর্টের সদ্য প্রাক্তন সভাপতি শাহনেওয়াজ রানা, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সভাপতি মো. তরিকুল ইসলাম, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার সভাপতি মোস্তাফিজুর রহমান সানি, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ফোর্টের সভাপতি আসিফ আহমেদ আপন, রোটার্যাক্ট ক্লাব অব দিলকুশার সভাপতি পার্থ সারথি দাস ও রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গার আন্তর্জাতিক সেবা পরিচালক এশা মনি প্রমুখ। প্রোগ্রাম চেয়ারম্যান ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের সদ্য প্রাক্তন সভাপতি মো. নাবির হোসেন।
Facebook Comments