শিরোনাম
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৯, ২০২০, ০৯:১৭ অপরাহ্ণ

পাঠক দেখেছেন 369 জন
 

কিশোরগঞ্জে প্রতিনিধি- বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক শিক্ষকের বাড়িতে বিয়ের দাবিতে এক ছাত্রী ছয় দিন ধরে অবস্থান করছেন। বিয়ের দাবি বাস্তবায়ন না করলে আত্মহত্যা করবেন বলেও জানিয়েছেন ওই ছাত্রী।

ঘটনাস্থল, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার চরতেরটেকিয়া গ্রাম। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে বিষের বোতল হাতে শিক্ষকের ঘরে ঢুকে অবস্থান করছেন তরুনী ঐ শিক্ষার্থী । অন্যদিকে এ ঘটনার পরই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত শিক্ষক।

এ ঘটনায় পুরো এলাকাজুড়েই ছড়িয়েছে চাঞ্চল্য। একইসাথে অভিযুক্ত শিক্ষকের অনৈতিক আচরন নিয়েই উঠেছে প্রশ্ন। অনেকেই এসে অনশনরত ছাত্রীকে বোঝাচ্ছেন নানা কথা কিন্তু নিজ সিদ্ধান্তে অনড় ছাত্রী।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম এমএ কাইয়ূম। তিনি উপজেলার চরতেরটেকিয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে। চরতেরটেকিয়া মৌজা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক তিনি।

অনশনরত ছাত্রী ও ছাত্রীর পরিবারের সুত্র জানায় , ২০১৫ সালে ছাত্রীটি চরতেরটেকিয়া মৌজা বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। বর্তমানে সে বিবাহিত এবং একটি কলেজে ডিগ্রি ২য় বর্ষে মানবিক শাখায় অধ্যয়নরত।
৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বিদ্যালয়টির সহকারী শিক্ষক এমএ কাইয়ূমের কাছে প্রাইভেট পড়তেন তিনি। তখন থেকেই ছাত্রীটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন ওই শিক্ষক। পরে কাইয়ূম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। বিষয়টি টের পেয়ে সামাজিকতার ও লোকলজ্জার কথা ভেবে গত তিন বছর আগে ছাত্রীটিকে অন্যত্র বিয়ে দিয়ে দেন তাঁর পরিবার।

কিন্তু এতেও ছাত্রীটির পিছু ছাড়েননি অভিযুক্ত শিক্ষক কাইয়ূম। ছাত্রীর মুঠোফোনে তাঁর যোগাযোগ অব্যাহত থাকে। পুনরায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার ছাত্রীটিকে ফুঁসলিয়ে ওই শিক্ষক তাঁর বাড়িতে নিয়ে যান। সেখানে নিয়ে ছাত্রীর সঙ্গে ফের রাত্রি যাপন করেন তিনি। সকালে ছাত্রীটি বিয়ের জন্য শিক্ষককে চাপ দিলে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান কাইয়ূম। কোন উপায়ান্তর না দেখে ছাত্রীটি ওই দিন থেকেই বিয়ের দাবীতে বিষের বোতল হাতে শিক্ষকের বাড়িতে গত ছয় দিন ধরে অবস্থান করছেন।

খবর পেয়ে ছাত্রীটির বাবা এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কাইয়ূমের বাড়িতে উপস্থিত হন। কাইয়ূমের বাবা নুরুজ্জামানকে চাপ দিলেও তিনি ওই ছাত্রীকে বিয়ে করাতে রাজি হচ্ছেন না।

ভুক্তভোগী ছাত্রীর বাবা আহাদ মিয়া জানান, আমার মেয়ে ওই বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ার সময় কাইয়ূমের কাছে প্রাইভেট পড়তো। এই সুযোগে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন কাইয়ূম। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলেন। মেয়েকে আমরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই। কিন্তু সেখানেও মেয়েটিকে সুখে থাকতে দেয়নি কাইয়ূম। ফুসলিয়ে একটি সংসার ভেঙ্গে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে যায়। বিয়ে করার জন্য চাপ দিলে মেয়েকে বাড়িতে রেখেই সে পালিয়ে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত কাইয়ূমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শ্যামল মিয়া বলেন, আমাদের পুলিশ ওই বাড়িতে অবস্থান করছে। মেয়েকে বুঝানোর চেষ্টা চলছে। যেন তিনি থানায় এসে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু ওই বাড়ি ছেড়ে আসতে রাজি হচ্ছেন না তিনি। লিখিত অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র.সময়ের কণ্ঠস্বর

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

 

Top