প্রকাশিত সময় : জুলাই, ১৭, ২০২০, ০৫:৫৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 703 জনশেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে কুকুরের কামরে মানুষিক ভারসাম্যহীন এক নারী (৪০) আহত হয়েছে। ঘটনাটি ঘটে ১৭জুলাই শুক্রবার উপজেলার রাংটিয়া বাজারে। জানা গেছে, মানুষিক ভারসাম্যহীন ওই নারী গত একযুগেরও বেশী সময় ধরে রাংটিয়া বাজারের একটি সরকারী চালা ঘরে অবস্থান করেন। ওই নারী কোথায় থেকে এসেছেন এলাকার কেউ বলতে পারেন না। গত এক যুগ ধরে এ বাজারের সরকারি খোলা একটি ঘরে বসবাস করার পাশাপাশি বাজারটি সে প্রতিনিয়ত পরিস্কারের কাজ করে থাকেন। আশপাশের লোকজন তাকে কিছু খাবার দেন তাই খেয়ে দিন কাটাচ্ছেন ওই মানুষিক ভারসাম্যহীন নারী। শুক্রবার দুপুরে একটি কুকুর এসে তার হাতে কামর দিয়ে রক্তাক্ত করে। এতে গুরুতরভাবে আহত হয়ে ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছে ওই মানুষিক ভারসাম্যহীন নারী। বাজারের বাসিন্দারা জানান,ইতি পুর্বেও আরেকবার কুকুরে কামর দিয়ে আহত করেছিল ওই নারীকে। সেসময় গ্রামবাসিরা ভ্যাক্সিন কিনে দিলেও এবার কেউ এগিয়ে আসেননি। বর্তমানে ওই নারী ব্যাথার যন্ত্রনায় ছটফট করছে। স্হানীয়বাসিন্দাদের মতে খোলা ঘরে বসবাসের কারনে বারবার কুকুরে কামরাচ্ছে ওই নারীকে।
Facebook Comments