প্রকাশিত সময় : জানুয়ারি, ১৭, ২০২২, ০৫:২৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1040 জনসাভার(প্রতিনিধি) সাভারে পাকিজা নিট কম্পোজিট লিমিটেড একটি তৈরি পোশাক কারখানায় প্রোডাকশন কম হওয়ায় শ্রমিককে মারধর ও এডমিন ম্যানেজার মুস্তাকিন কর্তৃক শ্রমিক নেতা শাহ্ আলম হোসাইনকে গুম করার হুমকির ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃবৃন্দরা।
সোমবার (১৭ জানুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক তপন সাহা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে শ্রমিককে মারধর ও শ্রমিকনেতা শাহ্ আলম হোসাইন কে গুম করার হুমকিকারী দোষীব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
নেতৃবৃন্দ ক্ষোভের সাথে বলেন, গার্মেন্ট শ্রমিকরা শরীরের রক্ত পানি করে, অমানবিক পরিশ্রম করে কারখানায় কাজ করে খেয়ে-পড়ে বাঁচার চেষ্টা করেন। এদেশে পোশাক শিল্পের যা কিছু অর্জন আছে তাঁর প্রধান দাবিদার এই শস্তা শ্রমিকরা। তাঁরা চুরি-ডাকাতি-লুটপাট করে না, তাঁরা শ্রম বিক্রি করে জীবন চালায়। কিন্তু মালিকরা ও মালিকদের চামচাদের ধারায় অযৌক্তিক প্রোডাকশন শ্রমিকদের ঘাড়ে চাপিয়ে দিয়ে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতিত করে যাচ্ছে তারই বাস্তব চিত্র সাভারের পাকিজা নিট কম্পোজিট লিমিটেডের প্রোডাকশন কম হওয়ায় শ্রমিককে মারধরের ঘটনা এটি প্রমাণ করে।
নেতৃবৃন্দরা আরো বলেন, কারখানার মালিকদের চামচারা শ্রমিকদের নির্যাতন করতে করতে এতটাই বেপরোয়া হয়ে গেছে শ্রমিক নেতারা প্রতিবাদ করলে তাদেরও গুম করার হুমকি দিয়ে যাচ্ছে এদেরকে এখনই লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে এরা আরো বেপরোয়া হয়ে যাবে বলে জানান নেতৃবৃন্দরা।
উল্লেখ্য গত ১৩ তারিখে ভুক্তভোগী শ্রমিক নেতা শাহ্ আলম হোসাইন সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি করেন (নং-৭০১)
Facebook Comments