মেহেদী হাসানশেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের শ্রীবরদীতে গাঁজা ও ফেন্সিডিলসহ শাহিনা আক্তার (৩৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শাহিনা আক্তার উপজেলার সিংবরুনা ইউনিয়নের মধ্য মাটিফাটা গ্রামের মাদক ব্যাবসায়ী আজাদ মিয়ার স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবত আজাদ মিয়া ও তার স্ত্রী শাহিনা আক্তার মাদক ব্যাবসা করে আসছিল। ১২ অক্টোবর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এনামূল হক ও পরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আজাদ মিয়ার নিজ বাড়ীর বসত ঘর থেকে ৪ কেজি গাঁজা ও ৩৮ বোতল ফেন্সিডিলসহ শাহিনা আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় শাহিনার স্বামী আজাদ মিয়া কৌশলে পালিয়ে যায়। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক এনামূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে স্বামী স্ত্রী দু’জনের নামেই মাদক আইনে মামলা হয়েছে।
Facebook Comments