প্রকাশিত সময় : মে, ২৭, ২০২০, ০৬:২২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 745 জনআল আমিন বিন আমজাদ: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে ২৫মে ঈদের রাতে হঠাৎ ঝড়ে, দক্ষিণ বাসুদেবপুর হাজির মোড়ে ঘরের টিন উরে গিয়ে ৩টি পরিবার ক্ষতিগ্রস্তদ হয়।ঝড়ের রাতেই ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে ছুটে যান স্থানীয় ফাইভ স্টারক্লাব এর সদস্য বৃন্দ।পরে ২৬ মে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ঘর মেরামত করার জন্য স্থানীয় ফাইভ স্টার ক্লাব এর পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। ক্ষতিগ্রস্তরা হলেন মোঃ নুর আলম, মোঃ বেন্জু, মোঃ আমির হোসেন। ফাইভস্টার ক্লাবএর সভাপতি মোঃ মতিউর রহমান মুকুল এর দিক নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের হাতে এই নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাইভ স্টার ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ আল আমিন বিন আমজাদ,প্রচার সম্পাদক মোঃ আঃ রউফ সোহাগ,অর্থ সম্পাদক মোঃ আশরাফুল আলম,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান আলী, সদস্য মোঃ শিপন, মোঃ পলাশ, মোঃ সোহেলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।ক্লাব এর সভাপতি মোঃ মতিউর রহমান মুকুল জানান দেশ লকডাউন হওয়ার পর থেকে অত্র ক্লাবের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া,নগদ অর্থ, প্রদা,ঢাকা ফেরৎ লকডাউন পরিবারের দায়িত্ব গ্রহণসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও ক্লাবের পক্ষ থেকে মাদক বিরোধী,বাল্যবিবাহ প্রতিরোধে, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী, গরিব মেয়েদের বিবাহের ব্যবস্থা, মৃত্যু ব্যক্তির দোয়া খায়ের পড়ানো, মৃত্যু ব্যক্তির পরিবারের খোঁজ খবর নেওয়াসহ সমাজ সেবা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা এই ক্লাবের মাধ্যমে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে সমাজের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চাই। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন বলেন এই ক্লাব সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করেছে, আগামীতেও দেশের যেকোনো দুর্যোগ মুহুর্তে কাজ করবে। আমি আশাকরি আমাদের সদস্যরা সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাবে।
Facebook Comments