প্রকাশিত সময় : নভেম্বর, ১৬, ২০২০, ০৪:৫৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 655 জনআল আমিন বিন আমজাদ:দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৬ নভেম্বর সোমবার এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যতম জ্যৈষ্ঠ সদস্য ও দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম সম্পাদক মো.আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে
ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক সমকাল সংবাদদাতা প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি (আইটি) সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি এবং দৈনিক দেশ মা পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিন বিন আমজাদ, প্রচার সম্পাদক আমাদের কণ্ঠ প্রতিনিধি আল হেলাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক দৈনিক নওরোজ প্রতিনিধি মোশাররফ হোসেন, সদস্য দৈনিক তিস্তা সংবাদ প্রতিনিধি মোকাররম হোসেন প্রমুখ,সদস্য দৈনিক বর্তমান সময় ও সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার প্রতিনিধি সোহাগ কিবরিয়া।সভার শেষে মরহুম আতাউল্লাহ আনসারী আতা’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।স্মরণ সভায় মরহুম সাংবাদিক আতাউল্লাহ আনসারীর কর্মজীবনের বিভিন্ন কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে তাকে গভীর ভাবে স্মরণ করা হয়। বক্তারা বলেন, ফুলবাড়ীতে সাংবাদিকতার এক অনন্য দৃষ্টান্ত ছিলেন মরহুম আতাউল্লাহ আনসারী আতা। তিনি সৎ, সাহসী, নির্ভিক, এক কলম যোদ্ধা ছিলেন। তিনি ইন্তেকালের পূর্ব পর্যন্ত ঢাকার দৈনিক কিষাণ, দৈনিক জনতা ও দিনাজপুরের উত্তরবঙ্গ পত্রিকায় কাজ করতেন।
Facebook Comments