পলাশ হোসেন সাভার প্রতিনিধিঃ অদ্য শুক্রবার বিকেল ৫টায় সাভারের কাতলাপুরে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাভার কমিটির সভাপতি কবির খান মনির, সহ সভাপতি বাপ্পারাজ খান বাপ্পা, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, সাভারের শ্রমিক নেতৃ রেবা, আন্না, সহ থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন থানা কমিটির সাধারণ সম্পাদক নয়ন আহমেদ। সভায় এ অঞ্চলের পোশাক শ্রমিকদের উপর জুলুম নির্যাতন, শ্রমিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ আলোচনা করে তা বন্ধের জন্য মালিকদের আহবান জানান। উক্ত সভায় গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সহযোগী সংগঠন কৃষক ফোরামের কেন্দ্রীয় নেতা মমিনুর রহমান বিশাল কে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের নিন্দা জানিয়ে জানিয়ে তার মুক্তির জন্য সাংগঠনিক কর্মসূচির বিষয়েও আলোচনা করেন। সভায় সাভারের বন্যার্ত ও চাকরি হারানো পোশাক শ্রমিকদের পাশে দাড়াতে সিদ্ধান্তও গৃহিত হয়।
Facebook Comments