প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২১, ০৯:০২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 729 জনসুনামগঞ্জ: সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মাহবুব (২৭) নামে এক শ্রমিক মারা গেছেন। সোমবার (৮ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। মাহবুব কুড়িগ্রাম জেলার আছর উদ্দিনের ছেলে। তিনি সুনামগঞ্জে কয়েক বছর ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। জানা যায়, সোমবার নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন মাহবুব। এ অবস্থায় মাহবুবকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করছেন।
Facebook Comments