প্রকাশিত সময় : অক্টোবর, ৩০, ২০২১, ০৭:১৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1128 জনরঞ্জিত
সুলেখা আক্তার শান্তা
মেঘের ভেলায় ভেসে ওঠে অচেনা এক ছবি।
হৃদয় শোভিত আঁকি আমি তারি ছবি
মনে সব রঙে রঞ্জিত তার মুখচ্ছবি।
অজানা দূর প্রান্ত থেকে ডাক শুনি তার।
যুবকের ডাক শুনে অবাক আমি
প্রাণবন্ত উল্লাসিত অভিব্যক্তি তার।
মনের রঞ্জিত মাধুরীতে যাকে খুঁজি
সে যে তুমি অপ্সরী নীলাঞ্জনা
পার করে অপেক্ষার প্রহর।
পেয়েছি দেখা তোমার সঞ্চিত ব্যগ্রতায়।
পরিপূর্ণ আমি আনন্দময় আমার ধরিত্রী।
নিঃসঙ্গতার পরিসমাপ্তি তোমায় পেয়ে পূর্ণ
এতদিন উন্মুখ ছিল শূন্যতায় অপূর্ণতায়।
বয়ে বেড়িয়েছি হৃদয়ের হাহাকার
অনিশ্চিত তমসায় পাব কি দেখা তার।
অবশেষে সাক্ষাৎ, হৃদয়ে এঁকেছি যার ছবি
মনের ঐশ্বর্যে রঞ্জিত সেই অপ্সরী।
সে যে, তুমি শুধুই তুমি।
তোমার জন্য উচ্ছ্বাস হৃদয়
পেয়েছি দেখা তোমার।
Facebook Comments