প্রকাশিত সময় : জুলাই, ৮, ২০২০, ০১:১৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 757 জনআল আমিন বিন আমজাদ: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায়দের মাঝে প্রতিবন্ধী,বয়স্ক ও বিধবা ভাতার কার্ড সুষ্ঠ ও সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হয়েছে।৭জুলাই সকাল ১১টারদিকে ইউনিয়ন পরিষদ চত্বরে চত্ত্বরে সমাজের পিছিয়ে পড়া ২১০জন প্রতিবন্ধী ৯২ জন বিধবা ও ৯৪ জন বয়স্ক ভাতা ভোগীদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড বিতরণ অনুষ্ঠান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামানের সঞ্চালনায় শিবনগর ইউপির সুযোগ্য চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ার্যান মোঃ আতাউর রহমান মিল্টন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। আরো উপস্থিত ছিলেন অত্র ইউ,পির সচিব মোঃ গোলাম কিবরিয়া,ইউপি সদস্য মোঃ সাজেদুর রহমান সাজু,মোঃ রুহুল আমিন বাদল,মোঃ রিপন, মোঃবাবলুসহ অন্যান্য সদস্য বৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন বলেন বর্তমান সরকার একজন মমতাময়ী মা তিনি যেভাবে দেশের সকল জনগণের খোঁজ খবর রাখেন তা শুধু এক জন মমতাময়ী মায়ের পক্ষেই সম্ভব আমারা সকলে মিলে তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব বলেন এই সরকার গরিব অসহায় মানুষের পাশে সবসময় ছিলো আগামীতেও থাকবে আমরা এই সরকারের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।
Facebook Comments