প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২৪, ০১:১৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 464 জনডেস্ক নিউজ
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার শুকতইল গ্রামের কামরুজ্জামানের ছেলে (আহসান
বিশ্বাস ৫ কে )খুন করেন দুর্বৃত্তরা
বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ৬ নং কদালিয়া ইউনিয়নের । কচুড়িয়া গ্রামে মামার বাড়ি বেড়াতে গিয়ে খুন হল আহসান বিশ্বাস।
৬ এপ্রিল ২০২৪ , ২৭ শে রমজান লাইলাতুল কদরের দিন। আহসান মামার বাড়ি থেকে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয় ।
তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায় নাই ।
বিকালে একটি পানের বরজের শ্রমিকরা বরজের কাজে গেলে একটি ছোট সেন্ডেল দেখতে পেয়ে খোঁজাখুঁজি করে ।
পানের বরজের পাশে একটি গর্তর ভেতরে লতাপাতা দিয়ে ঢাকা আহসানের মরদেহ দেখতে পান ।
মোল্লারহাট থানা পুলিশকে ফোন করলে ঘটনা স্থলে পুলিশ এসে আহসানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদরে প্রেরণ করেন।
৮ই এপ্রিল হাসান হত্যার দুই আসামি গ্রেপ্তার করেন মোল্লারহাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি হলেন আকবর সেখ এবং হিজবুল্লাহ সেখ।
হত্যাকান্ডের লোমহর্ষ কর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের কাছে আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছেন ।
কপি –রুবিনা শেখ
Facebook Comments