প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২০, ০২:৫৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 337 জনমনির হোসেন : শনিবার তুরাগের ধউর বেড়িবাঁধ নাজিমুদ্দিন মসজিদ সংলগ্ন আইএফএল গার্মেন্টস এর সামনে দুপুর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শ্রমিকরা।বর্তমান সারা বিশ্বে করোনা ভাইরাস (কভিড ১৯) মহামারি প্রকোট সমস্যায় দেশের মানুষ আতংকে রয়েছে অথচ তুরাগের আই এফ এল গার্মেন্টস খোলা রয়েছে। শ্রমিকদের অভিযোগ রয়েছে আমাদের বাসা থেকে ফ্যাক্টরিতে আসতে অনেক সমস্যা আবার পুলিশের হয়রানিতে পরতে হয় তাছাড়া ফ্লোরে এক সাথে এবং অফিসে ঢুকার সময় পিংগার দিয়ে ঢুকতে হয় আমরা কাজ করি এখানে আমাদের জীবনের নিরাপত্তা নেই।করোনা একটা সংক্রামক রোগ স্পর্শ করলে এ রোগ ছড়াইতে পারে এ সকল ঝুকি নিয়ে আমরা কিভাবে কাজ করবো। আই এফ এল গার্মেন্টসের সুবিধা বঞ্চিত শ্রমিকদের সংগঠন পিসি এর দুই সদস্য সাংবাদিকদের জানান আমরা সকালে ডিউটি চলা অবস্থায় এডমিন জি এম নুরুল ইসলাম স্যার কাছে আমাদের বেতন ভাতা ও ছুটির বিষয় জানতে চাইলে তিনি বলেন কোন ছুটি হবে না যার ইচ্ছে হয় কাজ করো যার ইচ্ছে হয় চলে যাও। এসময় শ্রমিকরা আন্দোলন শুরু করে আন্দোলন কারী শ্রমিকরা রাস্তায় নেমে পুলিশের একটি গাড়ী আটক করে পরে পুলিশ শ্রমিকদের এলোপাথারী মারধর করে একপর্যায়ে স্থানীয় থানা-পুলিশ গিয়ে
শ্রমিকদের নিয়ন্ত্রণ করে। এসময় খবর পেয়ে সাংবাদিক ঘটনাস্থলে গেলে গার্মেন্টস কর্তৃপক্ষ সংবাদ কর্মীদের সাথে উচ্ছ কন্ঠে আচরণ শুরু করে একপর্যায়ে শ্রমিকরা এর প্রতিবাদ করলে গার্মেন্টস কর্তৃপক্ষ সাংবাদিকদের গার্মেন্টসটির ভিতরে নিয়ে এডমিন এজিএম নুরুল ইসলাম সাংবাদিকদের বলছেন, শনিবার থেকেই তাদের ছুটি ঘোষণা করার কথা ছিল ও আজ থেকে ছুটি ঘোষনা করা হয়েছে তবে কবে নাগাদ অফিস খুলবে এ বিষয় তারা নিশ্চিত করে জানাতে পারেন নি। তবে বেতন ভাতা কবে দেয়া হবে জানতে চাইলে তিনি জানান শ্রমিকদের বেতন ভাতা নিয়ম অনুযায়ী আগামী মাসের ৭ তারিখের মধ্যে দেওয়া হবে।তবে গার্মেন্টসটি কবে খুলবে এবিষয় কিছু জানাননী কর্তৃপক্ষ।।
Facebook Comments