প্রকাশিত সময় : মে, ১, ২০২০, ০৩:১৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 749 জন১লা মে বিশ্ব শ্রমিক দিবস বা মে দিবস। শ্রমজীবী মেহনতি মানুষদের দিন। মে দিবস হাজার হাজার শ্রমিকের পথ চলা মিছিলের কথা, একই পতাকা তলে দাঁড়িয়ে আপোষহীন সংগ্রামের কথা। মে দিবস দুনিয়ার সব শ্রমিকদের এক হওয়ার দিন।
আজ ১লা মে ২০২০ইং রোজ শুক্রবার সকাল ১১.০০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা আবুল হোসাইন। বক্তব্য রাখেন তপন সাহা, জায়েদুল ইসলাম বাদশা, পারভীন আক্তার, শামীম আরা বেগম প্রমুখ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকসহ সর্বস্তরের সকল শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রদান করতে হবে।
তারা তীব্র সমালোচনা করে বলেন, গার্মেন্টস মালিক সমিতি সরকারের উপর চাপ প্রয়োগ করে কারখানা খুলে দেওয়ার যে আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছেন এতে শ্রমিকসহ দেশের মানুষ করোনা প্রতিরোধে সরকারি উদ্যোগ ভেস্তে যেতে পারে।
এ ব্যাপারে তারা বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।
একই সাথে মালিকপক্ষ শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ৬০% দেওয়ার ঘোষণায় তীব্র নিন্দা জানান। শ্রমিক নেতৃবৃন্দ মনে করেন, জীবীকার চেয়ে জীবনের মূল্য অনেক বেশী।
জীবন না থাকলে শিল্প-অর্থনীতি থাকবে না। তাই শিল্প রক্ষার স্বার্থে করোনা প্রতিরোধে আন্তর্জাতিক বিধি-বিধান মেনে চলে করোনা প্রতিরোধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এটাই মে দিবস- ২০২০ সালের অঙ্গীকার।
Facebook Comments