প্রকাশিত সময় : মে, ১৪, ২০২০, ০৬:৩১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 710 জননিজস্ব প্রতিবেদক: করোনা সংকটে বাংলাদেশের অনেক পোশাক শ্রমিকের জীবনে দুর্ভোগ আরো বেড়েছে। সরকার এবং বিজেএমইএ-র আশ্বাস সত্ত্বেও এখনো বেতন পাননি অনেক গার্মেন্টসের শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া নরসিংহপুর খান ম্যানশন অবস্থিত আদিয়াত এ্যাপারেলস লিঃ গেটের সামনে শ্রমিকরা জমায়েত হয়,গত দু তিন দিন এভাবে আসা যাওয়া করলেও মালিক পক্ষের কোন সারা না পেয়ে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ করেন। পরে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবীতে দুপুর ১টায় কারখানার সামন থেকে মিছিল নিয়ে বের হলে কিছু দুর যাওয়ার পর পুলিশের ধাওয়ায় মিছিলটি পন্ড হয়ে যায়। এতে করে কয়েকজন শ্রমিক আহত হয়। শ্রমিকরা জানান করোনা সংকটের মধ্যে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে তাদের মানবেতর জীবন কাটাতে হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিলেও, বেতন পরিশোধ না করায় ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছেন তারা। শ্রমিকরা আরো জানিয়েছে তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই গত ২৮ মার্চ শ্রমিকদের ছুটি দিয়ে গার্মেন্ট বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। এদিকে মালিক পক্ষ কিছুদিন আগে শ্রমিকদের ফেন করে ডেকে এনে অল্প কিছু করে টাকা ধরিয়েদেয় ।এতে করে আর্থিক সংকট লাঘব হয় নাই,এদিকে ঘর ভাড়া দোকান বাকি পরিবার পরিজন নিয়ে আছে মহাসংকটে। এবিষয় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র আশুলিয়া কমিটির সাধারণ সম্পাদক,মনজুরুল ইসলাম মনজুর কাছে জানতে চাইলে তিনি বলেন,আগামি কাল ১৫/০৫/২০২০ তারিখ মালিক পক্ষ শ্রমিকের সাথে বসে সমাধান করবে বলে জানিয়েছেন, তিনি আরো বলেন আমরা কেউই গার্মেন্টস বন্ধের পক্ষে নয়,আশা করি এই সংকট বেশে দিন থাকবে না খুব তারাতারি শ্রমিকরা আগের মতো কাজে ফিরবেন বলে আশা করি।
Facebook Comments