প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২৪, ১০:৩৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 203 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধি ))
সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় শিমুল সরদার আবির (২৮) নামের এক পোশাকশ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে।
শিমুল সরদার আবির যশোরের অভয়নগর থানাধীন লেবুগাতি এলাকার মনসুর সরদারের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার স্টার লিং ক্রিয়েশন নামের একটি তৈরি পোশাক কারখানায় চাকুরী করতেন।
এলাকাবাসি জানায়, শুক্রবার রাত ৯টার দিকে নতুন ইপিজেডের পিছনে ভাদাইল দক্ষিন-পশ্চিমপাড়া বালুর মাঠে দাড়িয়ে ছিলেন শিমুল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসি তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার এসআই জসিম উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের গভীর চিহ্ন রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
Facebook Comments