প্রকাশিত সময় : জুন, ২২, ২০২৪, ০২:৩৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 365 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধি))
নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো ঈদুল আজহার ছুটি শেষে ফিরতে শুরু করেছেন তিলোত্তমা নগরীতে। কেউ পরিবারের সবাইকে নিয়ে কেউবা আবার একাকী ঢাকায় ফিরছে। বিগত সময়ের মতো নেই অতিরিক্ত যাত্রীর চাপ। তবে রবিবার যাত্রী চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার (২২ জুন) সকালে নবীনগর বাস কাউন্টার সরেজমিনে গিয়ে দেখা যায় যাত্রীদের কারো কোলে ছোট্ট শিশু, কারো হাতে ব্যাগ। বাস কাউন্টার থেকে বের হওয়ার পথে এ দেখা গেছে এমন চিত্র।
বাগেরহাট থেকে ঢাকায় এসেছে এক যাত্রী কথা বলে জানা গেল , এ বছর ঢাকা আসতে তেমন একটা ভোগান্তি হয়নি। টিকেট নিয়েও বিড়ম্বনা পোহাতে হয়নি। অনলাইনেই টিকেট নিয়ে ভোগান্তি হয়নি সব মিলিয়ে এবারের ঈদ যাত্রা ভালোই হয়েছে।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরেজমিনে গিয়ে দেখা যায়, কর্মস্থলে যোগ দিতে ঈদুল ফিতর শেষে ঢাকায় আসতে শুরু করেছে মানুষ। কেউ একা, কেউ পরিবার নিয়ে ঢাকায় ফিরছেন।
Facebook Comments