প্রকাশিত সময় : জুলাই, ২৭, ২০২০, ১০:২১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 748 জননিজস্ব প্রতিবেদক : সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় সাড়ে ৮ টায় উত্তরা পশ্চিম থানা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন মিয়ার উপস্থিতিতে নব নির্বাচিত কমিটির ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্টিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি মোঃমিজানুর রহমান, সহ: সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মনির হোসেন (শিশির), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম(একা) , সহ- সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার, প্রচার ও দপ্তর সম্পাদক মানিক হোসেন ( বাবু), অর্থ বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন, নির্বাহী সদস্য আবু সাঈদ, নূর হোসেন ও সাধারন সদস্য ইব্রাহীম হাসান ও আম্বিয়া পারভীন।
৫১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শরীফুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, সাংবাদিক পেশা একটি মহান পেশা। বস্তু, নিষ্ট, ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের অনুরােধ জানান।
এবং তিনি বলেন, আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা এবং সাংবাদিকরা পারস্পরিক ও নিবিড় সম্পর্কে আবদ্ধ। আমরাও ভুল ত্রুটির উর্দ্ধে নয় যদি কখনও কোন বিষয়ে কোন তথ্য পান, তাহলে যাচাই বাচাই করে সত্যতা নিশ্চিত করে সংবাদ পরিবেশন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাংবাদিকদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন ও প্রেসক্লাবের মঙ্গল কামনা করেন।
Facebook Comments