কবিতা- “খরার দাপট”
কবি- আব্দুল হামিদ
বৈশাখ মাসে এমন খরা
দেখেনি কেউ আগে,
খরার দাপট দেখে তাইতো
মনে ভীতি জাগে।
জীবজন্তু আর পাখপাখালি
কষ্ট পাচ্ছে সবে,
ভাবছে এমন গজব হতে
মুক্তি পাবে কবে।
মাটি ফেটে চৌচির হয়ে
যাচ্ছে ফসল পুড়ে,
দু’এক দলা মেঘ এসে তাও
যাচ্ছে আবার উড়ে।
খরার তাপে পিচের রাস্তা
যাচ্ছে আজি গলে,
কেমন করে বাঁচবে মানুষ
এমন খরা হলে?
নদী নালা খালে বিলে
নেইকো কোনো পানি,
খরার চোটে নাকাল সবাই
জীবন টানাটানি।
Facebook Comments