প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 471 জনকবিতা -” ভ্রষ্ট মানবতা “
কবি-মোঃআব্দুল হামিদ
যে লাগাম গলায় বেঁধে চলেছি জীবনের বাঁকে
সুনিপুণ তুলির আঁচড় বেদনার কষ্ট আঁকে,
আমরা সবাই দিকভ্রান্ত পথভ্রষ্টের দল
গতি হারিয়ে প্রগতির দিকে ছুটছি কেবল।
বড়বড় ডিগ্রিতে আজ তাই আছে বেশ কিছু
এসব নিয়ে ছোটাছুটি শুধু সুনাম খ্যতির পিছু,
মানবতার জন্য কাজ ও পড়া আছে যার মনে
ইতিহাসই বাতলে দেবে নাম তার জন বিজনে।
নীতির ভেতর বিচ্যুতি তাই থাকতে পারে অনেক
হুটকরে কি বলতে পারি চিন্তা করি ক্ষনেক,
খ্যাতির তরে কবর দিলাম সত্য মানবতা আজ
মানবের তরে মানবতার মুখে এঁটে দিলাম লাজ।
শত নীতির হাজার মতে থাকতে পারে দ্বন্দ্ব
মানবতাই করতে পারে আজ মতবিভেদ বন্ধ,
হৃদয় আমার যেন অনাথ প্রফুল্লতায় কাতর
থমকেছে মানবতা আজ সে বোধ হয় পাথর।
পরাজিত বুকে কান পাতলেই শোনা যায় শব্দ
ভ্রান্ত মানবতার কান্নার আওয়াজে পৃথিবী স্তব্ধ,
নিবিড় বেদনাকুঞ্জে ভাসমান নিষ্ঠুর প্রেমে
ভীতসন্ত্রস্ত ভালোবাসা বাঁধা মানবতার ফ্রেমে।
Facebook Comments