প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২০, ১০:৩৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 739 জনকামারখন্দ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জনসচেতনতার মাধ্যমে বজ্রপাতে প্রাণহানি এড়াতে সড়কের দু পাশ দিয়ে তাল বীজ রোপন করেছেন এক স্বেচ্ছাসেবী সংগঠন।
কর্ণসূতি গ্রামের ও সর্বসাধারণের আয়োজনে গত ২ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১০২২ টি তালবীজ রোপন করেছে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ তাল বীজ রোপনের সমাপ্তি করেন।
স্বেচ্ছাসেবক সংগঠনটি প্রধান উদ্যোগকারী ও সিরাজগঞ্জ সরকারী কলেজের কামেস্টি’তে অনার্স শেষ করা শ্রী রাজীব বাবু জানান, বজ্রপাতের প্রাণহীন এড়াতে উপজেলার আঞ্চলিক সড়কগুলোতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে প্রান্তিক পর্যায় থেকে সংগ্রহ করা ১০২২টি তালের বীজ রোপন করা হয়েছে। বজ্রপাতে প্রাণহানি এড়াতে তালবীজ রোপনসহ নানা সামাজিক সচেতনতা বাড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিরূপ আবহাওয়া মোকাবেলায় তালবীজ রোপনের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুশীল সমাজ।
আনুষ্ঠানিকভাবে এ তালবীজ রোপনের সমাপ্তির সময় উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, উপজেলা চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ প্রমুখ।
Facebook Comments