মোঃ কাওছার ইসলাম (কালকিনি) মাদারীপুরঃ মাদারীপুর জেলা, কালকিনি উপজেলার খাসেরহাটের খাদ্য গুদাম মাঠে কে, পি, এল, ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় প্রথমে টস জিতে আড়িয়াল খাঁ ক্রিকেট স্টার্স ফিল্ডিং নেয়। পরে খাসেরহাট ক্রিকেট একাদশ ৬.১ ওভারে ২১ রানে গুটিয়ে যায়। ২২ রানে টার্গেটে ব্যাটিং করতে নেমে আড়িয়াল খাঁ ক্রিকেট স্টার্স ৮ ওভারে ৫ উইকেটে ১৮ রানে করতে সক্ষম হয়। ৩ রানে জয়ী খাসেরহাট ক্রিকেট একাদশ। পরে আনুষ্ঠানিক ভাবে খাসেরহাটে ক্রিকেট একাদশে কাছে ট্রফি তুলে দেওয়া হয়। এসময় ট্রফি হাতে নেন খাসেরহাটে ক্রিকেট একাদশের দলের অধিনায়ক রিজন,সহ-অধিনায়ক রিফাদ সিকদার ও অন্য অন্য খেলোয়াড় তুহিন মৃধা,রাশেদ কাজী, জাহিদ, সিফাত, মাসুম, ইব্রাহিম।
খাসেরহাট একাদশ চ্যাম্পিয়ন হওয়াতে খাসেরহাট একাদশের অধিনায়ক রিজন,সহ অধিনায়ক রিফাদ ও দলের অলরাউন্ডার প্লেয়ার তুহিন মৃধার ও রাশেদ কাজী থেকে জোড়া খাসি জবাই করে দলের প্লেয়ার সহ সিনিয়র ও জুনিয়র ভাই-ব্রাদার নিয়ে কাচ্চি বিরিয়ানির আয়োজন করা হয়েছে। এতো সুন্দর একটা আয়োজন করার জন্য রিফাদ সিকদার, রাশেদ কাজী ও তুহিন ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে দলের অন্যতম প্লেয়ার রিজন, ইব্রাহিম,সিফাত ও জাহিদ।
Facebook Comments