নিজেস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ এপ্রিল বুধবার সকাল সারে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ ১৪৩১ নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন উপলক্ষে সভায় উপস্থিত অতিথিদের সাথে পরামর্শ গ্রহণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিন ডাক্তার মিনা, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী নাজজীন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক,এম এ উল্লাস, সাংবাদিক কে এম আর শাহীন, সাংবাদিক মিজানুর রহমান নয়ন, সাংবাদিক আরাফাত হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
এইদিন বাংলা নববর্ষ উদযাপনে গ্রামীন আবহমান হারিয়ে যাওয়া সংস্কৃতি শোভাযাত্রার মধ্য দিয়ে তুলে ধরা, পান্তা ইলিশ উৎসব সহ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
Facebook Comments