গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ১বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ফকরুল ইসলাম ফকুর ছেলে সেলিম। গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রাজিব রায় ও সালাহউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পূর্ব জাফলং ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments