স্টাফ রির্পোটার
রাজধানীর বাড্ডা থানাধীন উত্তর বাড্ডাস্থ খাঁনবাগ এলাকার বাসিন্দা সরোয়ার কামালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ।
যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান এক্সিলেন্ট হাউজিং এন্ড ডেভেলপার লিমিটেড।যার ঠিকানা:-১৫/১ ট্রপিক্যাল মোল্লা টাওয়ার।যৌথ মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান যার মালিকানা পর্ষদে রয়েছে নূরে আলম,মোঃ হালিম খাঁন,মোঃ জহির উদ্দিন,মোঃ শামিম হোসেন,মোঃ জসিমউদ্দীন পাটোয়ারী,বাদশা গাজী,মনিরুজ্জামান তুহিন,কাজিন আহমেদ জিসান, মাসুম আহমেদ, মনিরুজ্জামান সহ একাধিক মালিক।
বিনিয়োগকারী খাঁন মোঃ নুরে আলম,সরোয়ার কামালের বিরুদ্ধে প্রভাব বিস্তার, যৌথ মালিকদের অবমূল্যায়ন মানহানি মারমুখী আচরণ সহ অনিয়ম, অর্থ আত্মসাৎ করা সহ বিনিয়োগকারী মালিকদের না জানিয়ে একক সিদ্ধান্তে প্রতিষ্ঠানের সম্পদ বিক্রয় করে ৮,৭০,০০০/=আট লক্ষ সত্তর হাজার টাকা ও বিভিন্ন কারণ দেখিয়ে আরো কয়েকলক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নুরে আলম বাদী হয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করে,যার নাম্বার-২২৩৫/২৯/২৩। উক্ত জিডির পরিপ্রেক্ষিতে আদালত কর্তৃক সমন জারী হয়। অতঃপর নুরে আলম বাদী হয়ে তার সন্তানকে অপহরণ সহ জানে মেরে ফেলার হুমকি দেয়ায় বাড্ডা থানায় আরো একটি অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ৫/৪/২০২৪ইং তারিখ আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকার সময় বাড্ডা থানায় কর্মরত এসআই সৌমিত্র সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী সরোয়ার কামালের বিরুদ্ধে বিভিন্ন ধারায় একটি মামলা হয় যার নং-০৮/৫/২৪। বিষয়টি মুঠোফোনে এসআই সৌমিত্র প্রতিবেদককে নিশ্চিত করেন।
এছাড়া সুত্রে জানাগেছে সরোয়ার কামালের কণ্যা সানজিদা সরোয়ারের বিরুদ্ধে রয়েছে ফ্ল্যাট জালিয়াতির মামলা,যার নং-৩৯৬/২৪/৩/২৪ ইং তারিখ। সিআর নং-৬৫/২৪,জিডি নং-২৩৯৬। বাড্ডা থানায় সানজিদা সরোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্বেও গ্রেফতার হননি বলে জানা গেছে।কোম্পানির ভুক্তভোগী বিনিয়োগকারীদের দাবি পাওনাকৃত অর্থ ফেরৎ সহ প্রতারক সরোয়ার কামালের আইনের শাস্তি।
Facebook Comments