প্রকাশিত সময় : অক্টোবর, ২০, ২০২০, ০৩:১৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 784 জনসিরাজগঞ্জ: নববধুর নরম হাতের শক্ত আঘাতে মৃত্যু শয্যায় স্বামী। সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাঁতি এলাকায় সদ্য বিবাহিত স্ত্রী তাহমিনা তার স্বামী আবু হানিফ কে ঘুমের ঔষধ খাইয়ে হত্যার উদ্দেশ্য বটি দা দিয়ে মাথায় উপর্যপরি কোপায়। আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হয় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার পৌর এ চররায়পুর পূব পাড়া নিবাসী মোঃ সোহরাব আলীর ছেলে মোঃ হানিফের সাথে কোবদাস পাড়া মানিক হোসেনের মেয়ে তাহমিনার সাথে পারিবারি ভাবে বিয়ে হয়। বিয়ের ৩ দিনের মাথায় সোমবার রাতে নববধু তাহমিনা পানির সাথে ঘুমের ঔষদ মিশিয়ে খাইয়ে দেয়। পরে হাত পা বেধে বটি দা দিয়ে তাকে কুপিয়ে আহত করে। তার মাথায় একাধিক কোপের দাগ রয়েছে কেটে নেয়া হয়েছে তার হাতের আঙ্গুল। পরে পরিবারের লোকজন টের পেয়ে হানিফ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ নববধু তাহমিনাকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করেছে। কি কারনে এই ঘটনা তা জানাতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা বলছে পুর্ববতী প্রেমের কারনে এই ঘটনা ঘটাতে পারে। নববধুর আঘাতে স্বামী আহত এমন ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
Facebook Comments