শেরপুর প্রতিনিধিঃ- আদিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোজাফর আলী (৫০) নামে সাবেক এক ইউপি সদস্যসহ ৩ জন আহত হয়েছে। মোজাফর আলী ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের হলদিবাটা মেইলগেট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। আহত অন্য ২জন হচ্ছে মোজাফর আলীর দুই ছেলে রোমান মিয়া (১৫), ও হারুনুর রশিদ (১৮)। ঘটনাটি ঘটে ১২ আগষ্ট বুধবার রাতে। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মোজাফর আলী ও একই গ্রামের আব্দুল জলিল উভয়েই সাবেক ইউপি সদস্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা উভয়েই একই ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নিবেন। মোজাফর আলী দরিদ্র পরিবারের সদস্য হলেও এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে। এ আক্রোশে প্রভাবশালী আব্দুল জলিল ও তার লোকজন তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ঘটনার রাতে আব্দুল জলিলের লোকজন মোজাফরকে মাদকসেবী আখ্যা দিয়ে তার উপর আক্রমন করে। এসময় তার দুই ছেলে রোমান মিয়া ও হারুনুর রশিদ জলিলের লোকদের হাত থেকে তার পিতাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করে। এক পর্যায়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে মোজাফর বাদী হয়ে ৭ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Facebook Comments