প্রকাশিত সময় : মার্চ, ১৫, ২০২৪, ১১:১৯ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 339 জনমুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে চুরি হওয়া মিশুকসহ চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) ঢাকার কেরানীগঞ্জ থানার নারিকেলবাগ ও জিনজিরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের দ্বীন ইসলাম (৪৫), নূর ইসলাম (৩৭) ও রাসেল (২৬)।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাসাইল এলাকা থেকে রিফাত নামে এক যুবকের মিশুক চুরি হয়। এ ঘটনায় রিফাতের বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে।
Facebook Comments