প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২০, ১০:৩৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 840 জনরতন হোসেন মোতালেবঃ আশুলিয়ার গৌরীপুর এলাকার রুবেল হোসেন নামের একটি শিশুকে তার পারিবার টাকার অভাবে পড়ালেখা করানোর জন্য মাদ্রাসায় ভর্তি করতে পারেনি এমন সংবাদ শুনে মাদ্রাসায় ভর্তি ও বই খাতা কেনার জন্য নগদ অর্থ সহায়তা নিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন যুবলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি রাজু আহমেদ।
শনিবার (৮ নভেম্বর ) বিকালে আশুলিয়ার গৌরীপুরে রাজু গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে রুবেল এর দাদি রুমা আক্তার এর হাতে এ নগত অর্থ সহায়তা প্রদান করা হয়।
রুবেল এর দাদি রুমা আক্তার বলেন, আমার ছেলে ‘ভ্যান চালায় যা পাই তা দিয়ে সংসার ভালো করে চলে না। অভাবের কারণে অনেক সময়, ছেলে মেয়েরা না খেয়ে থাকে। তাই টাকার অভাবে মাদ্রাসায় ভর্তি করতে পারতেছি না আমার নাতি কে। এই বিষয়ে এলাকার দুই-একজন শুনলে আমাকে বলে রাজু সাহেবের এখানে আসতে। আমি দেরি না করে ছুটে চলে আসি রাজু সাহেব অফিসের সামনে। রাজু সাহেব আমার কাছ থেকে সব শুনে আমার নাতি কে মাদ্রাসায় ভর্তি পড়াশোনা ও আমাদের সংসারের জন্য নগদ টাকা দেন । আমি উনার জন্য দোয়া করি।
এ ব্যাপারে যুবলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি রাজু আহম্মেদ জানান, শিক্ষাজীবন যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য আমাদের সবাইকে খেয়াল রাখার দরকার এবং রুবেলের মত আর কোন রুবেল এর যেন টাকার অভাবে লেখাপড়া বন্ধ না হয় তাই আমাদের সবার উচিত রুবেলদের মত যারা আছে তাদের পাশে দাঁড়ানো উচিত।
ছেলে লেখাপড়া করবে এবং নেতার এমন উদারতা দেখে আবেগ অপ্লুত হয়ে কেঁদে ফেলেন রুবেল এর দাদি রুমা আক্তার।
Facebook Comments