প্রকাশিত সময় : জুন, ১৭, ২০২০, ০৯:৪০ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 216 জনকরোনা সংক্রমণ ঝুঁকির মাঝেই তুরাগের ভাটুলিয়া উইনার ওয়্যারস লিঃ কারখানায় চরম অব্যবস্থাপনায় স্বাস্থ্য সুরক্ষাবিধি না মেনেই কারখানায় প্রবেশ করানো হচ্ছে । প্রায় ৩শ’ শ্রমিক কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন । তবে, শ্রমিকদের অভিযোগ জোর করে গ্রামের বাড়ি থেকে তাদের ঢাকায় নিয়ে আসা হলেও পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা নেই। কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চালানোর নির্দেশ দিলেও বেশকিছু পোশাক কারখানা তার তোয়াক্কাও করছে না।
তুরাগে অনেক কারখানার উৎপাদন কার্যক্রম শুরু করতেই গাদাগাদি করে কারখানাগুলোতে প্রবেশ করে শ্রমিকরা। এসময় শ্রমিকরা কারখানার ভিতরে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় না রাখার ব্যাপারে কর্তৃপক্ষের বিরুদ্ধে তেমন কোন অভিযোগ না থাকলেও প্রবেশের সময় মানা হচ্ছেনা স্বাস্থ বিধি।
বেশ কিছু কারখানাতে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের কথা বলা হলেও বাস্তবে দেখা গেছে কয়েক হাজার শ্রমিকের জন্য এক লিটারের বোতলে কোনো রকমে হাতে ছোঁয়ানো হচ্ছে হ্যান্ড সেনিটাইজেশন। আবার দুই একটি কারখানায় বসানো হয়েছে বেসিন, যা হাত ধোয়ার জন্য অপ্রতুল। একটি বেসিনে ৫০ জন গাদাগাদি করে গড়ে ৫ সেকেন্ড সময় পাচ্ছে শ্রমিকরা। ফলে দেখা গেছে, মালিক শুভঙ্করের ফাঁকি দিয়ে কাজ করাচ্ছে শ্রমিকদের।
এছাড়া গাদাগাদি করে পায়ে হেঁটে হাজারো শ্রমিক সামাজিক দূরত্ব না মেনে প্রবেশ করেছে কারখানাগুলোতে। ফলে শ্রমিকদের বাসা থেকে কারখানা পর্যন্ত সর্বত্রই দেখা গেছে করোনা সংক্রমণ ছড়ানোর ভয়াবহতা।
বুধবার সকালে বিভিন্ন শাখা সড়ক গুলোতে দলেদলে বের হয়ে আসতে দেখা যায়,তবে শ্রমিকদের কারখানার সামনে এভাবেই লাইনে দাড় করে গাদা গাদি করে ভিতরে প্রবেশ করানো হচ্ছে ।
Facebook Comments