পলাশ হোসেন, (সাভার) প্রতিনিধিঃ সারাদেশে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতি, ধর্ষন, মাদক-সন্ত্রাস, গ্যাংকালচার ও পাটকল বন্ধের বিরুদ্ধে বাম গনতান্ত্রিক জোট সাভারের নেতৃত্বে আজ বিকেল ৪টায় রানা প্লাজার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাম গনতান্ত্রিক জোটের সাভারের সমন্বয়ক আজম খান বাবু। সভা পরিচালনা করেন বাসদ নেতা আহমেদ জীবন। মানববন্ধনে উপস্থিত ছিলেন গনতান্ত্রিক বিপ্লবী পার্টির সাভার থানার কবির খান মনির, নীলা বেগম। বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা অরবিন্দু বেপারী, সাভার থানার নেতা শফিকুল ইসলাম নেওয়াজ। সাভার থানা কমিউনিস্ট পার্টির নেতৃ সাজু। গণসংহতি আন্দোলনের নেতৃ সেলিনা আক্তার প্রমূখ। বক্তারা বলেন দেশে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্দ্ধগতিতে জনজীবন বিপর্যস্থ। অনতিবিলম্বে দ্রব্যমূলের দাম কমানোর জন্য দাবী জানিয়ে বক্তারা আরো বলেন ধর্ষন আজ এ জাতির বিষফোঁড়ায় পরিনত হয়েছে বিচারহীনতার কারনে যা ক্যান্সারে রূপ নিয়েছে। এছাড়াও বামজোটের নেতারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনে গ্রেফতারকৃত সাংবাদিক কাজল সহ সকলের মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে রাষ্ট্রাত্ব পাটকলগুলো খুলে দিয়ে এর আধুনিকায়ন করার জোড় দাবী জানান।
Facebook Comments