প্রকাশিত সময় : জুলাই, ১০, ২০২৪, ০৮:৫১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 215 জনসৈয়দ সাজন আহমেদ রাজু ধনবাড়ী ( টাংগাইল ) প্রতিনিধি :
টাংগাইলের ধনবাড়ীতে বিভিন্ন বেকারীতে নোংরা ও অস্বাস্হ পরিবেশে খাদ্য পন্য তৈরি করা হচ্ছে । গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোট পরিচালনা করা হয়। ১০ জুলাই দুপুরে তিপ্তি বেকারীকে নোংরা ও অস্বাস্হ পরিবেশে খাদ্য পন্য তৈরির করার অপরাদে নগত ৭ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল । একই সময় গাজী স্টার ভাই ভাই বেকারীকে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রধান করা হয় অনাদায়ে এক মাসের জেল প্রধান করেন সহকারী কমিশনার( ভূমি)ফারাহ ফাতেহা তাকমিলা সাথে সহ যোগিতা করে ধনবাড়ী থানার ফোর্স নিয়ে এস,আই সবুজ আহামেদ, আরো সাথে ছিলেন ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক গন। অপর দিকে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা অপররাধে ৫ টি মোটর সাইকেল আরোহিকে জন প্রতি ৫ শত টাকা ও রজনীগন্ধার হোটেল মালিককে এক হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় সর্বো মোট বিভিন্ন অপরাধে ২০ হাজার ৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি) ফারাহ ফাতেহা তাকমিলা এ মোবাইল কোট পরিচালনা করার এলাকা বাসী সাধুবাদ জানান প্রশাসন।
Facebook Comments