প্রকাশিত সময় : নভেম্বর, ১৩, ২০২০, ০৭:৫৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 829 জননিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়ার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ রাজু আহমেদ এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা।
শুক্রবার ( ১৩ নভেম্বর ) বিকালে আশুলিয়ার রাজু মার্কেট এলাকার রাজু গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয় মিছিলটি। এ সময় থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি আনোয়ার জং সড়কের রাজু মার্কেট চত্বরে এসে থামে। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা, বিএনপি জামায়াত-শিবিরের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা ও বিশিষ্ট শিল্পপতি মোঃ রাজু আহমেদ বলেন, ‘অতীতের মতো আবারও অগ্নি-সন্ত্রাস শুরু করেছে বিএনপি, জামায়াত-শিবির চক্র। এসব আগুন সন্ত্রাসীদের মোকাবিলায় ঢাকা মহানগর যুব লীগের প্রতিটি নেতাকর্মী মাঠে অবস্থান করছে। বিএনপি, জামায়াত-শিবিরের ভাড়াটিয়া খুনিদের কঠোর হস্তে মোকাবিলা করা হবে।’
Facebook Comments