প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৬, ২০২১, ০৪:৩৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 939 জনসাভার প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের আশুলিয়ায় রোড শো ও ছয় দফা দাবি আদায়ে শপথ গ্রহণ করেছেন টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও বিভিন্ন কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে “সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার এ দেশ শ্রমজীবী জনতার” এ স্লোগানকে সামনে রেখে সংগঠনটির আশুলিয়া কার্যালয়ের সামনে থেকে আশুলিয়ার বিভিন্ন পয়েন্টের সড়কের পরিদর্শন করেছে। সংগঠনের রোড শো’র ফাঁকে কয়েকটি পথসভায় বক্তব্যে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবুল হোসাইন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, ইয়রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শ্রমিক নেতা আল কামরা বেআইনিভাবে শ্রমিক ছাঁটাই নির্যাতন-হয়রানি বন্ধ, নারী শ্রমিকদের ৬ ছয় মাস মাতৃকালীন ছুটি আইন পাশ করা সহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শপথ গ্রহণ করেন। এসময় বিজয়ের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, আশুলিয়া থানা কমিটির সভাপতি ইউসুফ শেখ, সাভার আশুলিয়া ধামরাই শিল্পঅঞ্চল কমিটির সভাপতি শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, শ্রমিক নেতা নুরুল আমিন মামুন, ডলি আক্তার সহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
Facebook Comments