প্রকাশিত সময় : এপ্রিল, ১৫, ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 607 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাংগাইল মধুপুরে উপজেলা নির্বাচনে আজ ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসাবে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন যথাক্রমে সরোয়ার আলম খান আবু, এডভোকেট ইয়াকুব আলী, মীর ফরহাদুল আলম মনি।
ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৬জন প্রার্থী, এরা হলেন যথাক্রমে মো.হেলাল উদ্দিন,খন্দকার শামসুল আরেফিন, শরীফ আহমেদ, সজীব ,হারাধন চন্দ্র সিংহ, আবুল খায়ের মোহাম্মদ শহিদুল ইসলাম এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ৪ জন প্রার্থী, এরা হলেন যথাক্রমে মোছাঃ মিনারা বেগম, যষ্ঠিনা নকরেক, নিগার সুলতানা রুবি ও সন্ধ্যা সিমসাং। মনোনয়ন পত্র দাখিলের আজই ছিলো শেষদিন এবং আগামী ১৭ই এপ্রিল মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হবে বলে জানান মধুপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারহানা শিরীন।
Facebook Comments