পলাশ হোসেন, সাভার প্রতিনিধিঃ-সাংবাদিক লাবু খন্দকার, পিতা- শফিকুল ইসলাম চান মিয়া, গ্রাম-যশিহাটি, থানা-বাসাইল, জেলা-টাঙ্গাইল। ডিজিটাল নিরাপত্তা আইনে টাঙ্গাইল থানায় করা ৩টি মিথ্যে মামলায় ১১মাস টাঙ্গাইল জেল ও ১মাস যাবত ১২মাস ধরে বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে হাজত খাটছেন তিনি। লাবু বলেন মাদক, সন্ত্রাস, দূর্নীতি নিয়ে স্থানীয় ক্ষমতাসীনদের নিয়ে নিউজ করায় তিনি জেল খাটছেন। তার পক্ষে কোন উকিল ছিলেন না, কিন্তু গত ৪ অক্টোবর ২০ইং ঘটে এক সিনেমাটিক ঘটনা। ঐদিন তার কোর্ট হাজিরার দিন ছিলো, সকালে তাকে কেন্দ্রীয় কারাগার হতে সাইবার ট্রাইবুনাল মহানগর দায়রা জজ আদালতে নেয়ার পর ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য কি না, প্রতিত্তোরে অশ্রুশিক্ত চোখে তিনি উত্তর দেন তাকে মিথ্যে মামলায় অভিযুক্ত করা হয়েছে এবং তার পক্ষে কোন উকিল নেই। তখন জজ সাহেব নিজে থেকে তার জন্য ২জন সরকারি উকিল নিয়োগ করেন। পরে উকিল নিজ পকেটের টাকা খরচ করে উকালতনামা নিয়ে জামিন আবেদন করলে জজ সাহেব একটি মামলার জামিন দেন। আগামি ২২ অক্টোবর বাকী ২ মামলার শুনানির দিন ধার্য করে তাকে জেলে প্রেরন করা হয়। লাবু বলেন সত্য আর ন্যায়ের পক্ষে তিনি আমৃত্যু লড়াই করে যাবেন। তার আত্নবিশ্বাস সে মতো মিথ্যের কাছে পরাজিত হবেন না।
Facebook Comments