শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে মুক্তিযোদ্ধা পবিবার ও দিনাজপুর ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, সাবেক ডেপুটি কমান্ডার শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা ছাবেদ আলী মাষ্টার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক সাইফুল ইসলাম প্রমূখ। বক্তারা মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইন প্রনয়ন এবং দেশে চলমান মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবী জানান।
Facebook Comments