প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 361 জনমোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের মিসকিন ও দরিদ্রের মাংস সংগ্রহ করে, মিসকিন ও দারিদ্রের মাংস সকল পরিবারের সদস্য দের মাঝে কোরবানীর মাংস বিতরণ করেন হিজুলী গ্রামের মাতুব্বর জয়নাল আবেদিন , মাংস সংগ্রহ করেন আব্দুল হামিদ ও কাওছার আলী, সবুজ, পরে ঔ মাংস মহল্লার সকল পরিবারের বাড়ীতে বাড়ীতে
ভ্যান যোগে পৌঁছে দেন জয়নাল আবেদিন ,গ্রামের ঔ মহল্লার পরিবারের সংখ্যা ১৬০ জন, মিসকিন ও দারিদ্রের মাংস সংগ্রহ করা হয় ৪১৮ কেজি, ১৬০ পরিবারের মধ্যে কুরবানী মাংস সংগ্রহ করা হয় ৫৭ জনের,পরে ১৬০ জন পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয় ৩ কেজি করে,আরো বিভিন্ন গ্রামের ৩০ জন পরিবারের মাঝে ১ থেকে ২ কেজি করে বিতরণ করেন হিজুলী গ্রামের মাতুব্বর জয়নাল আবেদিন, আসলে কি সকলে মাংস পাওয়া উপযোগী?
তবে হিজুলী গ্রামের মিনা পাড়ার মসজিদের ইমাম সাহেব বলেছেন এই বিষয়ে ভালো ধারণা রাখা উত্তম,
এই ভাবে যদি মিসকিন ও দারিদ্রের মাংস বিতরণ করলে কুরবানী কি জায়েয হবে!
Facebook Comments