পলাশ হোসেন(বিশেষ প্রতিনিধি):২৪শে অক্টোবর ২০২০। রংপুরে জাসদের সমাবেশে বোমা হামলার ৭বছর। ২০১৩ সালের এই দিনে রংপুরের পার্ক মোড় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় যুবজোট নেতা কামরুল হাসান টিটুর নেতৃত্বে স্থানীয় জাসদ-যুবজোট-ছাত্রলীগ(জাসদ) এর প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জাসদ ছাত্রলীগ রংপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক জেলা সদস্য ইউসুফ হোসেন টিপু, সাবেক জেলা সদস্য শহিদুল ইসলাম, সাবেক জেলা সদস্য তীর্থ নন্দী(প্রয়াত), তাজহাট কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এর ছাত্রলীগ(জাসদ) এর সাবেক সভাপতি পলাশ হোসেন, মহানগর ছাত্রলীগ(জাসদ) এর সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম রুবেল, ২৮নং ওয়ার্ড ছাত্রলীগ(জাসদ) নেতা সাজেদুল ইসলাম শরিফ, ইয়াকুব আকন্দ সহ আরো অনেকে।
সমাবেশ সকাল ১০টায় শুরু হয়ে চলতে থাকে জামাত-শিবিরের ঘাটি খ্যাত পার্কমোড়ের শিবিরের টেন্ডে স্থাপনকৃত প্রতিবাদ মঞ্চে। ২০বছর ধরে এ অঞ্চলে প্রগতিশীল সংগঠন গুলো দাড়াতেই পারেনি। কিন্তু কারমাইকেল কলেজ ও শহর ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ও জাতীয় যুবজোট নেতা কামরুল হাসান টিটুর নেতৃত্বে জাসদের নেতাকর্মীদের সাহসী পদক্ষেপ দেখে জামাত-শিবিরের জঙ্গি বাহিনীর সদস্যরা চুপ থাকতে পারেনি তারা।
হিংস্র জানোয়ারের ন্যায় ঐ সমাবেশ ভন্ডুল করতে ঝাপিয়ে পড়ে। সমাবেশ চলাকালীন সময় দুপুর আনুমানিক ১২টায় যখন একে একে সবার বক্তব্য শেষে সমাবেশ মঞ্চে বক্তব্য দেয়ার জন্য কামরুল হাসান টিটু আসন নেন ঠিক তখনই ওৎ পেতে থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা মঞ্চে থাকা টিটু কে হত্যার টার্গেটে ও মঞ্চ টার্গেট করে একের পর এক হাত বোমা ও পেট্রোল বোমা নিক্ষেপ করতে থাকে।
শিবির কর্মীরা ভেবেছিলো সমাবস্থল ও তাদের টেন্ড ছেড়ে জাসদ কর্মীরা পালিয়ে যাবে কিন্তু ঘটনা ঘটে উল্টো কামরুল হাসান টিটু সহ সমাবেশস্থলে থাকা সকল জাসদ নেতাকর্মীরা বোমা হামলাকারী ২ শিবির কর্মীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এবং হামলাকারীদের সাথে থাকা মোটরসাইকেলটি জ্বালিয়ে দিয়ে প্রতিবাদ মিছিলের মাধ্যমে সমাবেশ সমাপ্তি করেন।
ঐ বোমা হামলায় কামরুল হাসান টিটু, তীর্থ নন্দী, পলাশ, শহিদুল সহ আরো অনেকে আহত হয়েছিলেন।
এ বিষয়ে কামরুল হাসান টিটুর সাথে কথা বললে তিনি বলেন, ২০বছর যেখানে আওয়ামীলীগ সহ অন্যান্যরা দাঁড়াতেই পারেনি, এবং জাসদেরও ২০বছরে এমন সমাবেশ ঘটেনি, সেখানে আমরা জাসদ নেতাকর্মীরা জামাত-শিবিরদের ঘাটিতে বিপ্লবের পতাকা তুলতে সক্ষম হয়ছি। আগামী দিনেও আমরা এর ধারাবাহিকতা ধরে রাখবো।
Facebook Comments