প্রকাশিত সময় : নভেম্বর, ৭, ২০২০, ০৮:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 654 জনতরিকুল ইসলাম(হিলি) প্রতিনিধিঃ দিনাজপুর হাকিমপুরে মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। আজ শনিবার(৯ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের সরেনঞ্জাগাড়ি ফুটবল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান হারুন উর-রশিদ হারুন। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম ও থানার ওসি ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। এর আগে জানাজা নামাজে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার লিয়াকত হোসেন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আব্দুল সালাম (৭২) শনিবার রাত ১টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
Facebook Comments