প্রকাশিত সময় : জুলাই, ২৭, ২০২০, ০৮:৩০ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 763 জনশেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ রাসেল মিয়া (২১)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২৫ জুলাই রবিবার রাতে রাংটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাসেল রাংটিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮ টায় ঝিনাইগাতী থানার এএস আই মিজানুর রহমান, ও এএসআই সায়েদুল ইসলাম এ অভিযানে অংশ গ্রহন করে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments