মেহেদী হাসান (মাসুম)শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে মুজিব শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ শুভ উদ্ভোধন করলেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব। এ উপলক্ষে ২১ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলার কাংশা ইউনিয়নের গুরুচরন দুধনই গ্রামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর উপ-পরিচালক ডক্টর মোহিত কুমার দে এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, সহকারী কমিশনার ডি,এম, পি সাদিকাল, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির প্রমূখ। আলোচনা শেষে বৃক্ষরোপণ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আনারকলি মাহবুব। এ সময় চার শতাধিক মাল্টা গাছ রোপন করা হয়।
Facebook Comments