প্রকাশিত সময় : জুন, ১৩, ২০২০, ০৬:২০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1108 জনমানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা তারাসিমা অ্যাপারেলস নামের একটি পোষাক কারখানার শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৫২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শনিবার সকাল ৭ টার দিকে সাটুরিয়া পাকুটিয়া সড়কের উত্তর কাওন্নারা এলাকায় শ্রমিকবাহী (বগুড়া ব ৮৩৮৯) নম্বরের গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা নয়াডিঙ্গী এলাকার তারাসিমা অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিক। আহত শ্রমিকদের বাড়ি সাটুরিয়ার দিঘুলীয়া ও টাংগাইলের নাগরপুরের পাকুটিয়ার আশেপাশে এলাকার বলে জানা গেছে। আহত শ্রমিকদের মধ্যে প্রায় ৪০ জন মহিলা ও বাকিরা পুরুষ।
দুঘটনায় আহত তারাসিমা অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিক সোহেল রানা (৩৫) জানায়, সকালে কারখানায় যাওয়ার জন্য পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে ৫২ জন শ্রমিক উপজেলার পাকুটিয়া থেকে কারখানায় যাওয়ার পথে সাটুরিয়া পাকুটিয়া সড়কের উত্তর কাওন্নারা এলাকায় আসলে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। এ ঘটনায় বাসে থাকা সকল শ্রমিকই আহত হয়েছে।
দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাটুরিয়া উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
সাটুরিয়া থানার ওসি মো. মতিয়ার রহমান মিঞা বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। স্থানীয়দের সহায়তায় আহতদের সাটুরিয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
Facebook Comments