প্রকাশিত সময় : জানুয়ারি, ১২, ২০২৫, ০৬:০৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 3 জনমোঃ আল আমিন সরকার
সরকার পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বৃদ্ধি করায় আবারও বাড়ছে সিগারেটের দাম। ধূমপায়ীদের জন্য এ যেন নতুন দু:সংবাদ।
ধূমপান এখন শুধু স্বাস্থ্যের ক্ষতি নয় বরং অর্থের ক্ষতিও ডেকে আনছে। একজন ধূমপায়ীর জন্য এ সংবাদ মোটেই সহজ কিছু নয়। কেননা ধূমপান ছেড়ে দেওয়া সহজ বিষয় নয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষরিত দুটি অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত নির্দেশনা জারি করে।
অধ্যাদেশে বলা হয়, সিগারেটের চারটি স্তরে দাম ও শুল্ক উভয়ই বাড়ানো হয়েছে।
নিম্নস্তরে ১০ শলাকা সিগারেটের দাম ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। এতে প্রযোজ্য সম্পূরক শুল্ক ৬০ শতাংশ থেকে ৬৭ শতাংশ করা হয়েছে।
কিন্তু খচরা দোকানে ইচ্ছা মতো দাম বাড়িয়ে নিচ্ছে শলাপ্রতি ২ টাকা কোন সিগারেটের দাম ৩ টাকা এতে করে দোকানদারে সাথে কাস্টোমারে প্রতিনিয়ত হচ্ছে ঝগড়া।
এবিষয় তুরাগের ভাটুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাইদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে চলতে পারে না সরকার দাম বাড়ানোর সাথে সাথে সব দোকানে মূল্য বৃদ্ধি চার্ড টাংগাতে হবে এতে করে দোকানদার ইচ্ছেমত দাম বাড়িয়ে নিতে পারবে না।
Facebook Comments