প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ০৭:৩৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 749 জনডেস্ক রিপোর্টঃ সিরাজগঞ্জের কামারখন্দে নতুন জামা কিনে দেয়ার কথা বলে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করেছে জিল্লুর রহমান নামে এক ভ্যানচালক। মঙ্গলবার দুপুরে ওই উপজেলার কাটাখালী বাজারের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জিল্লুর রহমান একই উপজেলার পুরান দোগাছী গ্রামের আকবর আলীর ছেলে। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার তরুণীর মা।
জানা গেছে, মঙ্গলবার ওই তরুণী বাড়ির সামনের সড়কে হাঁটাহাটি করছিল। ওই সময় ভ্যানচালক জিল্লুর তাকে নতুন জামা কিনে দেয়ার লোভ দেখিয়ে ভ্যানে করে কাটাখালী বাজারের পাশের ঘটক জুলমত আলীর বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা জানাজানি হলে জিল্লুর রহমেনের বিরুদ্ধে মামলা করেন ওই তরুণীর মা।
কামারখন্দ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র দেব জানান, মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জিল্লুর রহমান পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments