প্রকাশিত সময় : নভেম্বর, ৯, ২০২০, ০৭:২৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 630 জনসিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছর বয়সী শারীরিক ও বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ৩০ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে রেলওয়ে স্টেশনের একটি ঝুপড়ি ঘরে মা-বাবার সাথে বসবাসকারী প্রতিবন্ধী ওই কিশোরী টয়লেট থেকে ফেরার পথে উপজেলার জামতৈল গ্রামের মুক্তার হোসেনের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক আলিম মিয়া (২৬) জোরপূর্বক তাকে ধর্ষণ করে। স্থানীয়রা ঘটনাটি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে সোমবার (৯ নভেম্বর) ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
তবে ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত আলিমকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।
Facebook Comments